প্রতিনিধি শিবচর:
মাদারীপুর জেলার শিবচরে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) দুপুরে উপজেলার উৎরাইল উচ্চ বিদ্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং এবং বাল্য বিয়ে নিয়ে সচেতন করতে শিবচর থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার দুপুরে উৎরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী-শিক্ষকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন। এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চারসহ সাামজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন। এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্ক করে দেন ওসি আনোয়ার হোসেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন বলেন,’শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করবো।’