সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, “মামলা করতে,পুলিশ ক্লিয়ারেন্স, ভেরিফিকেশন এগুলোর ব্যাপারে কাউকে কোন টাকা পয়সা দেবেন না।এগুলো করতে টাকা লাগেনা। কোন প্রকার আইনি সাহায্য পেতে কাউকে কোন টাকা পয়সা দেবেন না। যদি কোন পুলিশ কোন টাকা পয়সা চায় তাহলে আমাকে ফোন দেবেন”
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর থানা পুলিশ কর্তৃক মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ,ডাকাতি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টা থেকে ২ ঘন্টা ব্যাপী উপজেলার ভান্ডারীকান্দি ও ভদ্রাসন ইউনিয়নের পুলিশিং কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ভদ্রাসন ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আনিসুর রহমান।
এসময় প্রধান অতিথি বলেন, আপনারা যেকোন প্রয়োজনে থানায় আসবেন। থানা হচ্ছে জনগণের সবচেয়ে বড় বিশ্বাস ও আস্থার স্থল।শিবচর থানা আপনাদের। আপনারা সরাসরি থানায় আসবেন। কোন দালালকে আমরা থানায় দেখতে চাইনা। থানায় এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। কারণ পুলিশ কোন বড় স্যার বা প্রভু নয় পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। শিবচরে সন্ত্রাস,মাদক ও ইভটিজিং প্রতিরোধে আপনাদের সহযোগীতা চাই।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, “মামলা করতে,পুলিশ ক্লিয়ারেন্স, ভেরিফিকেশন এগুলোর ব্যাপারে কাউকে কোন টাকা পয়সা দেবেন না।এগুলো করতে টাকা লাগেনা। কোন প্রকার আইনি সাহায্য পেতে কাউকে কোন টাকা পয়সা দেবেন না। যদি কোন পুলিশ কোন টাকা পয়সা চায় তাহলে আমাকে ফোন দেবেন”
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ভদ্রাসন পুলিশ ফাঁড়ির আইসি উপ পরিদর্শক নুর আলম মিয়া,ভদ্রাসন ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ সিকদার,ভান্ডারীকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম চোকদার,ভদ্রাসন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রহিম বেপারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।