শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে জোর পুর্বক এক কৃষকের জমির পাট কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । আর এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান ফকির বাদী হয়ে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮ টার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের হাবিবুর রহমান ফকির তার নিজ নামীয় ৮২ শতাংশ জমিতে পাট চাষ করেন। উক্ত জমির তফসিল ( মৌজা নম্বর -৫৫ , সরকারের চর, খতিয়ান নম্বর- বিআরএস ২৫৫, দাগ নম্বর বিআরএস ১৩২৮/১৩৩৩) জমির পরিমান ৮২ শতাংশ। গত ২৭ মে সকাল ৮ টার দিকে ইউনিয়নের ঝাউ কান্দি গ্রামের জামিরউদ্দিন খালাশীর ছেলে শহিদ খালাসীর নেতৃত্বে ঝাউ কান্দি গ্রামের হুমায়ুন খালাসীর ছেলে ইমন খালাসী (২০),বাবুল ফকিরের ছেলে মামুন ফকির (৩২) জোর পুর্বক ঐজমির পাট কেটে নেয়।
ভুক্তভোগী বলেন ,খবর পেয়ে আমি সেখানে গিয়ে নিষেধ করলে ওই ব্যক্তিরা কৃষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়।
তবে এই বিষয়ে জানতে শহিদ খালাসীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।