শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর মুখবাঁধা মরদেহ উদ্ধারের পেছনে পরকীয়া সম্পর্ক জড়িত বলে জানা গেছে।
পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তিন বন্ধু। গ্রেফতারকৃত দুইজনের প্রাথমিক স্বীকারোক্তিতে বেড়িয়ে আসে ঘটনার রহস্য। রোববার(৫ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। এদিকে পলাতক অপরবন্ধু বাবুল শিকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, ‘গত শুক্রবার(৩ মার্চ) মাদারীপুরের শিবচরের বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকার সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী আকলিমা বেগমের (৩০) মুখবাঁধা লাশ নিজ ঘর উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন নিহতের ভাই সুজন শিকদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামীদের একটি মামলা করেন। শুরু হয় পুলিশের অনুসন্ধান।
তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ১৮ ঘন্টার মধ্যে গ্রেফতার হয় আতিয়ার কাজী (৫০), শহীদ মোল্লা (৪২) নামের দুইজন। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় ধর্ষণ শেষে তিনবন্ধু মিলে শ্বাসরোধে হত্যা করে সৌদিপ্রবাসীর স্ত্রীকে। পরে গা ঢাকা দেয় অভিযুক্ত তিনজনই।
পুলিশ সুপার মাসুদ আলম সংবাদ সম্মেলনে জানান, ‘সাত বছর আগে আতিকের সাথে পরিচয় হয় আকলিমার। পরে শারিরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এরপর আতিকের অন্য বন্ধুদের সাথে আকলিমার পরিচয়ের পরে শারীরিক সম্পর্ক হলে এলাকায় জানাজানি হয়। পরে সৌদিপ্রবাসীর স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করে তিনবন্ধু। গ্রেফতারকৃত দুইজন ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। এদিকে অভিযুক্ত তিনজনই ভ্যানচালক ও ভেন্নাতলা এলাকার বাসিন্দা। আর এখনো পলাতক অপরবন্ধু বাবুল শিকদার (৪৫)। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’