শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ
পদ্মাসেতুর রেলপথ পরিদর্শনে মাদারীপুরর শিবচরে রেলপথ ঘুরে দেখলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার(১৫ মে) দুপুর আড়াইটার দিকে তিনি শিবচরের বাংলাবাজার ঘাটে নেমে পদ্মা রেলওয়ে স্টেশনের নির্মান কাজ পরিদর্শন করেন। এসময় মন্ত্রী মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোট যোগে বাংলাবাজার ঘাটে নামার পর মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী পদ্মাসেতুর সার্ভিস এরিয়া ৩ এ উপস্থিত হন এবং যাত্রা বিরতী নেন। বিকেল তিনটার দিকে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ৮৭ নং রেল সেতুর এবং মাওয়া-ভাঙ্গা সেকশনের সাব ব্যালান্ট নির্মান কাজ পরিদর্শন করেন। পরে ফরিদপুরের ভাঙ্গা জংশনের রেলওয়ে স্টেশন নির্মান কাজ পরিদর্শন করতে শিবচর ত্যাগ করেন।