শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে নবনির্বাচিত ১৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শিবচর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এম পি।
শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বিপিএম (বার)
এসময় আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতাহার,উপজেলার পরিষদ মহিলা ভাই চেয়ারম্যান ফাহিমা আক্তার,শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিরা।