প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুরেঅজ্ঞাত এক ব্যক্তির(৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১৮ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মোজাফফর পুর এলাকা একটি ব্রিজের নিচ থেকে বাজার ব্রীজের নিচে কচুরিপানার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবচর থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই এলাকায় মরদেহটি দেখতে পেয়ে শিবচর থানায় খবর দেয় স্থানীয়রা।পরে থানার উপ-পরিদর্শক রাম প্রশাদ ও ভদ্রাসন তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক নুর আলম মিয়া ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহটির আনুমানিক বয়স ৩৫।পরনে শার্ট ও হাফ প্যান্ট পরা ছিলো বলে জানিয়েছে পুলিশ
এসময় উপ পরিদর্শক নুর আলম মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহটি উদ্বার করি।তবে মরদেহটির কার তা আমরা এখনো সনাক্ত করতে পারিনি’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।