শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল নয়টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার আয়োজনের মধ্যে দিনটি উদযাপন করা হয়।
শিবচর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
শিবচর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলি আকবর খানের সভাপতিত্বে ও শিবচর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার সরকারের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, যুদ্ধকালীন সাত থানা কমান্ডার ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মোসলেম উদ্দিন খান,শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মোল্লা,মাদারীপুর জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকা মুন্নী,
এসময় অন্যান্নদেে মধ্য সালেহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নুসহ শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তদের কর্মকর্তাগন,সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।