1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

শিবচরে থামছে না ড্রেজার দিয়ে বালু উত্তোলন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৩.৪৬ পিএম
  • ৬৪৮ জন সংবাদটি পড়েছেন।

 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কিছুতেই থামছে না ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। ক্ষতিগ্রস্থরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। বরং বালু খেকোরা অজ্ঞাত স্থান থেকে অপরিচিত মোবাইল নম্বর দিয়ে অভিযোগকারী এক ব্যক্তিকে জীবন নাশের হুমকি দিচ্ছে।ভুক্তভোগী থানায় জিডি সহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

মাদারীপুর জেলা প্রশাসকের নিকট দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ২২নং চর বাচামারা মৌজা এবং পাঁচ্চর ইউনিয়নের৭৬নং ব্যাঙচরা মৌজার সাদিপুর হতে বটতলা পর্যন্ত বাওর ও জলাশয়ে এক শ্রেণির বালু খেকো ব্যক্তিরা প্রশাসনের অনুমতি না নিয়ে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। বর্তমানে ওই বাওর ও জলাশয়ের বিভিন্ন স্থানে ৩টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন অব্যাহত রেখেছে পাচরচর ইউনিয়নের ব্যাঙচরা এলাকার সালাম মুন্সী, ফরিদপুরের সদরপুর এলাকার সালাহউদ্দিন, শিবচরের শেখপুর এলাকার রাজা মিয়া, শিবচরের হাজিপুর এলাকার বালাম খানসহ কতিপয় অবৈধ বালু ব্যবসায়ী। বাওর থেকে বালু উত্তোলনের ফলে জলাশয়ের দুইপাশের পাকা সড়ক,ব্রীজ, বাড়ি-ঘর ও ফসলী জমি বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উলে­খ করা হয়েছে। এক বছর আগে একই এলাকা ও তার আশপাশের বাওরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা শুরু হলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শিবচর প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয়। এবার বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ড্রেজার মালিকরা পূণরায় বেপরোয়া হয়ে উঠেছে।

এ ব্যাপারে পাচ্চর ইউনিয়নের বাহাদুর পুর এলাকার অভিযোগকারী সামসুল হক মিয়া বলেন, “আমি গত ৩১ মার্চ ড্রেজারের কাছে গিয়ে বালু উত্তোলন বন্ধ করতে বললে অজ্ঞাত ব্যক্তিরা ০১৭৯০৮০৯০৮৭ নম্বর মোবাইল থেকে আমাকে ক্ষয়ক্ষতি করার ভয় দিখিয়ে জীবননাশের হুমকি দেয়। আমি এ ব্যাপারে ওইদিন শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করি। (ডায়েরি নং ১৪৭১ তাং ৩১/০৩/২০২২)। পরে চলতি মাসের ৬ তারিখে জেলা প্রশাসকের নিকট অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করি। জেলা প্রশাসক মহোদয় শিবচর উপজেলা নির্বাহী অফিসারকে ড্রেজার মেশিন জব্দ করে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিলেও উপজেলা প্রশাসন এখনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করায় আমরা ক্ষয়ক্ষতির আশঙ্কায় আছি।”

শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, “আমি আমাদের এসিল্যান্ডকে বলেছি। এসিল্যান্ড ওখানে গিয়েছিল। ড্রেজার বন্ধ করার নির্দেশ দিয়েছে। যদি বন্ধ না করে, তবে আজই ব্যবস্থা নেবো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!