মাদারীপের শিবচরে সাকিব শেখ(১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।
শনিবার(৩০ জুলাই) বিকেলে ৪ টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচরের বন্দরখোলা এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। রাস্তা পার হবার সময় কোন গাড়ি ছেলেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহত সাকিব বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকার ইদ্রিস শেখের ছেলে সাকিব।সে স্থানীয় নুরউদ্দিন মাদবরের কান্দি এস ই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।পড়াশোনার পাশাপাশি পাঁচ্চর বাজারের ক্ষিদির ডেন্টাল কেয়ারে কর্মরত ছিলেন।
হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,’ রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় কোন দ্রুতগতির গাড়ি ছেলেটি চাপা দিলে তার মৃত্যু হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি হাইওয়ে থানায় আনা হলে স্থানীয়দের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মো.সাখাওয়াত হোসেন বলেন,’রাস্তার উপর পড়ে থাকা অবস্থায় আমরা লাশটি উদ্ধার করি। কোন গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে বোঝা যাচ্ছে। খবর পেয়ে নিহতের পরিবার থানায় এসেছে।”