শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে গেছে আটটি দোকান। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
শনিবার (১৫ অক্টোবর) ভোর ৪ টার দিকে উপজেলার মাদবরেরচর হাটে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, ভোর রাতে হঠাৎ থেকে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় হাটের ১ টি ইলেকট্রনিক দোকান,
১ টি মুদি দোকান,২ টি ভুসি মালের দোকান, তিনটি চায়ের দোকান ও ১ টি সেলুনের দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। পরে মসজিদের মাইকে এবং ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী তাজেল মাদবর বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা।এসে দেখি আগুন উপরে উঠে গেছে। আমাগো এই সারির ৮ টি দোকান পুড়ে গেছে। আমার প্রায় ৩ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। ”
এ বিষয়ে ভুক্তভোগী সুমন বেপারী বলেন,রাতে কিভাবে আগুন লেগেছে আমরা জানিনা।তবে আগুনে আমার দোকান পুরোপুরি পুড়ে গেছে। এতে আমার দোকানের প্রায় ২২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ তরুনুর রহমান জানান, ভোররাতে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।আমরা খবর পেয়ে সেখানে যাই।এলাকাবাসী ও আমরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।