শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদসহ বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে এমন অভিযোগে আভিযান পরিচালনা করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী।
রোববার(১১ জুন) দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ও সন্নাসীর চর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু তোলার অপরাধে ৯ জনকে আটকও করা হয়।
তবে অভিযানকালে স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। তিনি বলেন,’এই(মাদারীপুর) দূর্বল প্রশাসন নদ-নদী রক্ষা করতে পারবে না!’
এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করেছি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সবাইকে নিয়ে এই অভিযানে যাবো। শিবচর থানার ওসি সাহেব অসুস্থ্য। জেলা প্রশাসনকে বলার পরেও তারা কেউ আসেন নাই।’
মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘শিবচরে আড়িয়াল খাঁ নদের সঙ্গে তিনটি সেতু। একটি রেল সেতু এবং একটি নতুন অন্যটি পুরাতন সেতু। সেতুর চারপাশ খুবই সংবেদনশীল জায়গা। আড়িয়াল খাঁ অত্যন্ত ভাঙন প্রবনিত একটি নদ। এখানে একটি চক্র বিভিন্ন রকমের ধোঁকাবাজি করে নদীতে ড্রেজিং করে বালু বিক্রি করছে। নদে এমন ড্রেজিং এর ফলে রেল সেতুর ব্যাপক ক্ষতি হতে পারে এটা ভেবেই মূলত আমরা এখানে অভিযানে এসেছি।’
তিনি বলেন,’এটা আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি। জানার পরেই আমরা সেই ভিডিও উপজেলা প্রশাসনের ইউএনওকে দিয়েছিলাম। পরে ইউএনও এসিল্যান্ডকে পাঠিয়েছিল সেখানে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। চক্রটি ড্রেজিং করেই গেছে।’
অভিযানকালে শিবচর থানার পুলিশেরত সদস্য ও উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুল রহমান বলেন, ‘অবৈধভাবে বালু তোলায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তারা থানায় আছেন।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান প্রশাসনকে দুর্বল বলার কারণ কী? এমন প্রশ্নের জবাবে মো. রিয়াজুল রহমান বলেন, ‘তিনি কি বলছেন জানি না। তবে আমরা তার সব কথাই গুরুত্বের সঙ্গে দেখি ও অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছি। তিনি অভিযোগ দেওয়ায় এক ড্রেজার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছি। ১৫ জনের মত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। এখন তারা জামিনে গেলে সেটা তো আদালতের ব্যাপার। তারপর তিনি এমন কথা কেন বলেছে তা ইউএনও ও ডিসি স্যার বলতে পারবেন।’
এদিকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর নিজ বাড়ি শিবচরের দত্তপাড়ায় তার একটি পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে একটি চক্র বালু উত্তোলন করার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে তেমন কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভও প্রকাশ করেন তিনি।