1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

শিবচরের দুই ইউনিয়ন পরিষদে উপ নির্বাচনে ভোট গ্রহন চলছে।

  • প্রকাশিত : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১২.৪৫ পিএম
  • ৫৮৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের দুই ইউনিয়ন পরিষদে উপ নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। ইউনিয়ন দুইটি হচ্ছে সন্ন্যাসীর চর ও কাঁঠালবাড়ী।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।তবে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিবচর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে সন্ন্যাসীর চর ইউনিয়ন পরিষদের ও ৫ জানুয়ারি ৫ম ধাপে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।গত ১৩ এপ্রিল সন্ন্যাসীর চর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ হাওলাদার মৃত্যুবরন করলে চেয়ারম্যানের পদটি শুন্য হয়।অন্যদিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে পেয়ার বেগম শপথ না নেওয়ার কারনে উপনির্বাচন হচ্ছে।

নির্বাচনে সন্ন্যাসীর চর ইউনিয়ন নয়টি ওয়ার্ডে মোট ১৫ হাজার ৫২৯ জন ভোটার ভোট দিবেন এর নারী ভোটার ৮ হাজার ২ শত ১৩ জন ও পুরুষ ভোটার ৭ হাজর ৩ শত ১৬ জন।এতে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে কহিনুর হাওলাদার ও চশমা প্রতীক নিয়ে রফিকুল ইসলাম তারেক প্রতিদ্বন্দীতা করছেন।

অন্যদিকে কাঠালবাড়ি ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে মোট ভোটার ৩ হাজার ৬ শত ৯০ জন। এদের নারী ১ হাজার ৬ শত ৬৬ জন আর পুরুষ ২ হাজার ২৪ জন।

প্রথমবারের এই সব কটি কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহন করা হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সন্ন্যাসীর চর ইউনিয়ন ৫ জন ও কাঠালবাড়ি ইউনিয়নে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত রয়েছে।পাশাপাশি দুইটি ইউনিয়নে ১ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, আনসার বাহীনির বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হয়েছে।

কাঁঠালবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাঠালবাড়ি সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে পিজাইডিং অফিসার হাবিবুর রহমান জানান,এই ভোট কেন্দ্রের মোট ভোটার ১ হাজর ৬৯ টি এর মধ্য বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ভোট পরেছে ২২৫ টি।

সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজারচর পাচু হালাদার কান্দি ভোট কেন্দ্রের পিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বলেন,এই কেন্দ্রে ২ হাজার ২ শত ৭৩ ভোটে। ইতোমধ্য ৮ শত ১ ভোট পড়েছে।বাহিরে অনেকেই ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, ‘প্রতিটি ভোটকেন্দ্রে ৬জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব, বিজিবি, ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে।’

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও
শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান,সকাল থেকে বিপুল পরিমাণ আইনস্মৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্বাবধানে সুন্দর ও শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!