প্রতিনিধি শিবচরঃ
শিবচরে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ২ ব্যবসায়ীকে ২ হাজার ৫ শত টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে আটটার দিকে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
আদালত সূত্রে জানা যায়, সরকারি বিধি নিষেধকে অমান্য করে রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের অধীন জেলখানা মোড় এলাকা দোকান খোলা রাখায় মোঃ ওবায়দুর রহমান(৪০) ও মোঃ মফিজুর রহমান(৪০) নামে দুই দোকানীকে ২৫০০ টাকা করে পৃথক পৃথক মামলায় মোট ৫০০০ টাকা জরিমানা করেন টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, করোন ভাইরাস বিস্তার রোধে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশ অমান্য করে এসব দোকান খোলা রাখায় এ জরিমানা করা হয়েছে।