শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, নিয়মিত পদ্মায় অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ, নৌপুলিশ, কোষ্টগার্ড, র্যাবের বড় পরিসরে একটি যৌথ অভিযানও হয়েছে পদ্মানদীর শিবচরের অংশে। এছাড়া প্রতিদিনই রাত ও দিনে অভিযান পরিচালিত হচ্ছে।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম.রাকিবুল হাসানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে অংশ নিচ্ছেন।
সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের শিবচরে মা ইলিশ রক্ষায় অভিযানে গত ৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীর শিবচর অংশে পরিচালিত অভিযানে ১৭৬ জন জেলের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় মাছ ধরার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে ১৪.১৮৭ লক্ষ মিটার। শিবচর উপজেলা জেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।
শিবচর উপজেলা মৎস্য অফিস জানান, চলতি মাসে ইলিশ শিকার বন্ধের দিন থেকেই পদ্মা নদীতে শিবচরের অংশে অভিযান চালিয়ে যাচ্ছে মৎস বিভাগ, ভ্রাম্যমান আদালত,জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, কোষ্টগার্ড ও র্যাবের সমন্বয়ে যৌথ টিম।এসময় পদ্মা নদীর বিভিন্ন এলাকায় ৩৩ টি অভিযান পরিচালনা করা হয়।এতে ২শত ৫৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় পরবর্তীতে তা নিকটস্থ এতিম খানায় বিতরন করা হয়। অভিযানে ১৪.১৮৭ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে উপস্থিত জনগনের সামনে তা আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।এছাড়াও আজ ( ১৯ অক্টোবর) দুপুর পর্যন্ত ইলিশ শিকার বন্ধের ১৯ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এতে ০৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন সময়ে আদালত পরিচালনা করেন।এতে মোট ৫৭ টি মামলা হয় তাতে আটক ১৭৬ জন জেলের মধ্য ১৭০ জন ১ বছর ও ৬ জন ৭ দিন করে কারাদন্ড দেওয়া হয়।এছাড়াও ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শিবচর উপজেলা মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, নিয়মিত পদ্মায় অভিযান চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর থানা পুলিশ, নৌপুলিশ, কোষ্টগার্ড, র্যাবের বড় পরিসরে একটি যৌথ অভিযানও হয়েছে পদ্মানদীর শিবচরের অংশে। এছাড়া প্রতিদিনই রাত ও দিনে অভিযান পরিচালিত হচ্ছে।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম.রাকিবুল হাসানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে অংশ নিচ্ছেন।