মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী ফুটবল ও ভলিবল খেলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে শনিবার বিকেলে শহরের আচমত আলী খান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা।
মুজিববর্ষের অঙ্গিকার, মাদক করবো পরিহার এই স্লোগানে ফুটবল খেলায় রাজৈর ফুটবল একাদশকে ২-১ গোলে চ্যাম্পিয়ন মাদারীপুর ফুটবল একাডেমি, অপরদিকে মাদারীপুর বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর জেলা পুলিশ দল।
খেলা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। মাদকবিরোধী এই খেলায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড়রা। স্বপ্ন তাদের বহুদুর এগিয়ে যাবার। খেলায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত হবে পুরো জেলা। বিপদগামী হবে না তরুনরা। পরে অনুষ্ঠিত খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।