মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন(৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় সোবহান (৫০) নামে আরো এক কৃষক
আহত হয়েছেন।
রোববার(২৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিপুর গ্রামে ও আহত সোবহানও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা থেকে মাদারীপুরে কয়েকজন শ্রমিক দীর্ঘদিন যাবত এলাকার কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করে ন। রবিবার সাড়ে ১০ টার দিকে বৃষ্টির মধ্যে হোসেনাবাদ গ্রামের পাট ক্ষেতে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন ও সোবহান খালাসী। এসময় বজ্রপাত নিপতিত হলে জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সোবহান খালাসী (৪৫) নামের আরেক শ্রমিক।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’