মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর নিজ বাড়ির মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোফাজ্জেল হোসেন (২৪) নামের এক যুবক মারা গেছে।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জেল হোসেন একই এলাকার এরফান উদ্দিন মুন্সীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ীর মোটরে সমস্যা দেখা দিলে মোফাজ্জেল নিজেই মোটর মেরামত করতে যায়। এসময় অসাবধানতা বসত মোটরের একতারে তার হাত লেগে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সততা নিশ্চিত করেন।