মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ইয়াবাসহ সোহান ফকির(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।
শনিবার বেলা ১১ টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গিয় ফোর্স সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি গ্রাম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন
আটক সোহান ওই এলাকার মোফাজ্জেল ফকিরের ছেলে।
বিকেলে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার,মোহাম্মদ সাদেকুল ইসলাম
এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এ সময় মাদক ব্যাবসায় ব্যাবহৃত ১টিমোবাইল, ২টি সীমার্কাড ও ৩৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় র্যাব জানান গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
পরে দুপুরে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করেন।