মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর আশ্রয়ণ প্রকল্পের ১০ টি ঘর ভয়াবহ আগুনে পুরে ছাঁই হয়ে গেছে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামে পাশের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে, শনিবার সন্ধ্যা ৭ টা দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং মাদারীপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ারসার্ভিসের ২ টি টিম ও স্থানীয়দের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা মুহসিন উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমারা সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ফায়ার সার্ভিসের টিম পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুনে সব পুড়ে যায়।
মাদারীপুরের ফায়ারসার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর নূর মোহাম্মদ জানান, ফায়ারসার্ভিসের ২টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে ১০ টি ঘর পুড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত।