মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সবুজ কাজীর সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন।
মঙ্গলবার দুপুরে ডাসার উপজেলার পূর্ব কমলাপুরে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ডাসার ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাজীর সমর্থকরা পশ্চিম কমলাপুর থেকে একটি মিছিল বের করে। মিছিলটি পূর্ব কমলাপুর বাজারের কাছে আসলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজের ১২ জন কর্মী-সমর্থক আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। প্রতিপক্ষ নৌকার প্রার্থী রেজাউল করিম শিকদারের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর লোকজনের।
এ ব্যাপারে জানাতে অভিযুক্ত নৌকার প্রার্থীকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। এদিকে ঘটনাস্থল থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে, এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
আহতরা জানান, পূর্ব প্রস্ততি নিয়ে মিছিলে এই হামলা চালানো হয়। অধিকাংশের হাতে ছিল নৌকা বৈঠা ও দেশীয় অস্ত্র। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপার্শি দোষীদের বিচার দাবি করছি।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাদারীপুরের ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদ রহমান জানান, আগামী ১১ নভেম্বর ডাসার উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবার কথা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ডাসারে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ডাসারে হামলার ঘটনায় সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তার মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এ ব্যাপারে জানাতে অভিযুক্ত নৌকার প্রার্থী রেজাউল করিম শিকদারকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি। এজন্য তার কোন মন্তব্য পাওয়া যায়নি।