শিবচর (মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের শিবচরের বহেরাতলা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বহেরাতলা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন শিবচর উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজিব ঢালী। এতে লিয়াকত হোসেন পান্নুকে সভাপতি ও মাহমুদুল হাসানকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হায়দার।শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, বহেরাতলা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ইমান উদ্দিন আহমেদ ও বহেরাতলা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাওলা খান।

বহেরাতলা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ কায়সার মাহমুদ (মেনাল) এর সভাপতিত্বে ও বহেরাতলা উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর।
এসময় বহেরাতলা উত্তর ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শিবচর উপজেলা,শিবচর পৌরসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।