মাদারীপুর প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে অনুষ্ঠিত মাদারীপুর সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা সপ্তম বারের মত বিজয়ী হয়ে রেকর্ড গড়লেন শিরখাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান হাওলাদার।তিনি বিগত ৩৪ বছর ধরে চেয়ারম্যানের পদ দখল করে আছেন তিনি।
রবিবার (২৮ নভেম্বর) মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে টেবিল ফ্যান প্রতীকে ২৯০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্ধী
মোঃ ছালাম হাওলাদার অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২৪৮৯ ভোট।
স্থানীয় সুত্রে জানা যায়, বিগত ৬ বারে চেয়ারম্যান হয়ে জনগনের সেবা করে জনমনে স্থান করে নিয়েছেন তিনি। জেলা সদর থেকে দূরবর্তী হওয়ায় ও যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারনে শিরখাড়া এলাকাটি চরমপন্থীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। সে ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজে হাত দেন তিনি। এখন সে এলাকাটি প্রায় চরমপন্থী শূন্যই বলা চলে। তার জনসেবার গুনেই বা উন্নয়নমূলক কাজ কর্মের দ্বারাই তিনি জনগনের মনে স্থান করে নিয়েছেন তিনি। তাই এলাকার জনগন তাকে বার বার ভোট দিয়ে বিজয়ী করেন চেয়ারম্যান হিসেবে।
স্থানীয় লোকমান হোসেন নামে একজন বলেন,”আমরা চেয়ারম্যান হিসেবে তাকেই চাই । কিছু লোক প্রতি বছরই তার প্রতিদ্বদ্ধী প্রার্থীকে সমর্থন করে। ৭ বছর ধইরা মজিবর চেয়ারম্যানই চেয়ারম্যান হয়। যদি সে এমনই থাকে তাহলে তাকে আমরা আমরন চেয়ারম্যান হিসেবে চাই। তার নিজের ব্যবসা আছে,টাকা আছে।ইউনিয়নে সে নির্বাচন করে শুধু জনগনের জন্য।
চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার বলেন, আমি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। প্রায় ৩৪ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। এবারও ইউনিয়নবাসী ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার জনগণ আমাকে অনেক সম্মান এবং মর্যাদা দিয়েছেন। ভোটারদের এই সম্মান ও মর্যাদাকে কাজে লাগিয়ে তাদের সেবায় মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখতে চাই।সময় এ এলাকায় সর্বহারার আখড়া ছিল। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির সহযোগীতায় এলাকাকে সন্ত্রাস বা সর্বহারা মুক্ত করতে পেরেছি। বিগত ৩৪ বছর ধরে জনসেবা করে আসছি। এবার নির্বাচিত হয়ে সাত বার চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছি। জনগনের ভালবাসা ছাড়া এত বার বিজয়ী হওয়া যায় না। তই তাদের ভালবাসার মূল্য দিতে আজীবন জনগনের পাশে থাকবো ইনশাআল্লাহ ।