সিনিয়র স্টাফ করেসপন্ডেন্টঃ
মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে ধান কেটে ফেরার সময় ঝড়ের কবলে পড়ে শিবচরের ১৩ শ্রমিকসহ একটি ট্রলার ডুবে যায়।এসময় অন্য একটি ট্রলার দিয়ে ১১ জন শ্রমিককে উদ্ধার করা গেলেও দাদন মাদবর (৩২) ও হেলাল ফকির (৪২) নিঁখোজ রয়েছেন।
শনিবার(২১ মে) ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ডুবে যায়। । ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
ট্রলারটির ১৩ জন শ্রমিকের সকলের বাড়ি শিবচর উপজেলা চরাঞ্চলের বিভিন্ন এলাকায়।এদের মধ্যে নিখোঁজ দাদন মাদবর রাজারচর গ্রামের শফি মাদবরের ছেলে এবং নিখোঁজ হেলাল ফকির একই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।(রাত ১১ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত ) নিঁখোজ শ্রমিকদের কোন সন্ধান করতে পারেনি তাদের পরিবার।
স্থানীয় ও পারিবারিক লোকজনের সাথে আলাপ করে জানা গেছে, গত ২০ রমজানে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের কৃষক দাদন মাদবর ও হেলাল ফকিরসহ ১৬ জন শ্রমিকের একটি দল ধান কাটতে মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার একটি বিলে যায়। ধান কাটার কাজ শেষ হওয়ার আগেই সম্প্রতি তিন জন বাড়ি ফিরে আসে। দাদন মাদবর, হেলাল ফকিরসহ বাকি ১৩ জন কাজ শেষ করে গতকাল শুক্রবার(২০ মে) রাতে বিক্রমপুর থেকে ট্রলার নিয়ে শিবচরের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার(২১ মে) সকালে ট্রলারটি মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট সংলগ্ন মাঝ পদ্মায় এলে ঝড়ো বাতাস শুরু হয়। এসময় বাতাসের ঝাপটায় ট্রলারটি ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য একটি ট্রলার এগিয়ে এসে ১১ জন শ্রমিককে উদ্ধার করে। তবে প্রবল ঢেউয়ে দাদন মাদবর ও হেলাল ফকির ভেসে যাওয়ায় তারা নিখোঁজ রয়েছে বলে অন্যান্য শ্রমিকরা দাবী করেন।
এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানষটিকে হারিয়ে নিখোঁজদের পরিবারে বইছে শোকের মাতম। নিখোঁজ দাদন মাদবর রাজারচর গ্রামের শফি মাদবরের ছেলে এবং নিখোঁজ হেলাল ফকির একই গ্রামের আব্দুল মান্নান ফকিরের ছেলে।
উদ্ধার হওয়া বাবলু মাদবর বলেন, ‘আমার ভাই দাদনসহ আমরা ১৩ জন ট্রলার নিয়ে আসছিলাম। মাঝ পদ্মায় ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। আমরা ১১ জন উদ্ধার হলেও আমার ভাইসহ ২ জন নিখোঁজ রয়েছে।’
স্থানীয় রওসাদ নামে এক যুবক বলেন,আমরা আজ দুপুরে এদের ডুবে যাওয়ার খবর শুনতে পাই,পরিবারের লোকজন বিভিন্নভাবে তাদের খোঁজ নিচ্ছে। বাড়িতে অনেক লোকজন কান্নাকাটি করছে।
শিবচরের চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহানুর আলী জানান,’ঝড়ের সময় একটি ট্রলার ডুবির সংবাদ পাই। আমাদের শিবচরের অংশে ছিল না ঘটনাটি। তারপরও আমরা খোঁজ-খবর রেখেছি। তবে শ্রমিকদের বাড়ি শিবচরের সন্যাসীরচর এলাকায় বলে জানতে পেরেছি।’