শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব হিসেবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার ফলে মাদারীপুরের শিবচর উপজেলা জুড়ে বৃষ্টি হচ্ছে।
রোববার (২৩ অক্টোবর) মধ্য রাত থেকে এই বৃষ্টি শুরু হয়েছে।দিনের আলো ফোটার সাথে সাথে বৃষ্টি আরো বাড়ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ও বাতাসের গতি আরও বাড়বে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে উপজেলার সর্বত বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির খবরও পাওয়া গেছে। এদিকে বৃষ্টি বেশি হওয়ায় শিবচর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের খেটে-খাওয়া মানুষ পড়েছে ভোগান্তিতে। জীবিকার তাগিদে একপ্রকার বাধ্যহয়ে বৃষ্টিতে ভিজে বাহিরে বের হয়েছেন তারা। এছাড়া উপজেলার অনেক স্থানে বৃষ্টির পানি আটকে থাকার জন্য বেড়েছে দুর্ভোগ।এদিকে আবহাওয়া খারাপ থাকার কারনে সকাল থেকে পৌর এলাকার অনেক দোকানপাট বন্ধ রয়েছে। তাছাড়া উপজেলার মধ্যে দিয়ে যাওয়া মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলোতে যানবাহন কম দেখা যাচ্ছে।

এছাড়া সকাল ভারী বর্ষণের কারণে সড়কে ও বাজারে নেই মানুষের আনাগোনা।অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।কেউ কেউ আবার চায়ের দোকানে বসে গল্প করে সময় পার করছেন। কিছু লোকজনকে আবার ছাতা মাথায় দিয়ে বের হতে দেখা গেছে। সড়কে যানবাহন চলাচল ছিলো খুবই কম। তবে কয়েকজন অটোরিকশা ও রিকশাচালককে তাদের বাহন নিয়ে ঘুরতে দেখা গিয়েছে।

শিবচর বাজারের হোটেল শ্যামলীর পরিচালক সুমন বলেন, প্রতিদিনের তুলনায় আজ কাস্টমার অনেক কম।সকাল থেকে তেমন বেচা কেনা নেই।
শিবচরের বন্দরখোলা এলাকায় কৃষক সরাফত আলী বলেন, সকালে কাজে যেতে পারছি না।একদিন আয় বন্ধ হলে আমাদের অনেক কষ্ট হয়।আমাদের কাছে তো আর আর জমানো টাকা নেই।হুনত্যাছি আরো কয়েকদিন নাকি বৃষ্টি থাকবো।তাহলে আমরা কেমন বাচবো।
উপজেলার বহেরাতলা এলাকার কৃষক আলী হোসেন বলেন,এবার পাঁচ বিঘা জমিতে পেয়াজ ও ৩ বিঘা জমিতে রসুন চাষ করেছি।এভাবে বৃষ্টি হলে ক্ষেতে পানি জমে সব নষ্ট হয়ে যাবে।এতে আমাদের অনেক ক্ষতি হবে।
শিবচর হাইওয়ে থানার ওসি শেখ মিসবাহ্ উদ্দীন বলেন,সকাল থেকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে দূরপাল্লার যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। এছাড়া স্থানীয় ছোট ছোট যানবাহনগুলো চলাচল অনেক কমে গেছে। মধ্য রাত থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তাই লোকজনও সড়কে কম দেখা যাচ্ছে।
মাদারীপুর আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আবদুর রহিম সান্টু বলেন, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে সূর্য দেখা যায়নি। সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পরিমান ৪০.৪ মিলিমিটিার ও ঘন্টায় বাতাসের গতি ৩ নটিকাল মাইল বেগে প্রবাহিত হচ্ছে ।জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ২২.৫।আজ দুপুর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।