মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে বালুবাহী ট্রলির চাঁপায় মোঃ রুবেল আকন-(২৫) নামে একজন টলির মালিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালকিনি সদরের বড় ব্রীজ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুবেল আকন পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আয়নাল আকনের ছেলে ট্রলির মালিক রুবেল আকন তার নিজের ট্রলিতে করে বালু নিয়ে কালকিনি সদর থেকে শিকারমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। টলি নিয়ে কালকিনি বড় ব্রীজের পূর্বপাড়ে গেলে টলি উল্টে যায়। এসময় মালিক রুবেল আকন টলির নিচে পরে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ব্যাপারে শিকারমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, বালুবাহী টলির নিচে পরে মোঃ রুবেল আকন মারা গেছে।