শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তানজিল আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ইটখোলা বাজিতপুর এলাকা সংলগ্ন বিল পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত তানজিল আক্তার ওই গ্রামের আবুল কালাম মোড়লের মেয়ে। সে রাজধানীর একটি বিদ্যালয়ে ৮ম শ্রেনীতে পড়ে।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, তানজিল আক্তার তার পরিবারের সাথে ঢাকাতে বসবাস করে। স্বপরিবারে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন তারা। দুপুরে স্থানীয় কয়েকজন সমবয়সীদের সাথে বাড়ির পাশের বিল পদ্মা নদীতে গোসল করতে নামে তানজিল আক্তার।সাঁতার না জানায় এসময় নদীতে ডুবে যায়।পরে তার সমবয়সী বান্ধবীদের চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এগিয়ে এসে পানিতে নেমে খোজাখুঁজি শুরু করে। প্রায় আধ ঘন্টা পর পানির তলদেশ থেকে অচেতন অবস্থায় তাকে তুলে আনেন কারা। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মিঠুন বিশ্বাস বলেন, বিকেলে পানিতে ডুবে অচেতন অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই ওই কিশোরীর মৃত্যু হয়।