মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার সদর উপজেলায় আম গাছ থেকে পড়ে কাজল শেখ (৪৫)নামের একজন নিহত হয়েছেন।
শনিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার কুলপদ্দি এলাকার স্লইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ কাজল শেখ ওই এলাকার মোঃ শুক্কুর আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,দুপুরে নিজ বাড়ির আম গাছে আম পাড়ার জন্য ওঠে কাজল।এসময় অসাবধানতার বসত একটি ডালে পারা দিলে গাছ থেকে পড়ে যায়।পর গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সততা নিশ্চিত করে বলেন,”আম গাছ থেকে পড়ে নিহত হয় শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”