প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।শিবচরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
বুধবার বিকেলে মাদারীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ দমন সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মিরাজ হোসেনের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা রাসেল।
জানা যায়, মাদারীপুর জেলার মধ্যে শিবচর থানায় মাদক, অস্ত্র, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ অপরাধ দমনে দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শিবচর থানার ওসি মিরাজ হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়। এসময় মোঃ মিরাজ হোসেনের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
শিবচর থানা সূত্রে জানা যায়, ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর জেলার শিবচর উপজেলা। ঘনবসতিপূর্ণ উপজেলা শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ২০২০ সালের ৩ ডিসেম্বর যোগদান করেন মো. মিরাজ হোসেন। এরপর থেকে চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী,ডাকাত, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, ভাল কাজের স্বীকৃতি প্রাপ্তি কাজের গতি আরো বাড়িয়ে দেয়। পুলিশ সুপার মহোদয় আমাকে ভাল কাজের যে স্বীকৃতি দিয়েছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।