মাদারীপুর প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মাদারীপুরে কবিতা আবৃত্তিদের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে।
বুধবার বিকেলে শহরের লেকেরপাড়ের শহীন কানন চত্ত্বরে সাংস্কৃতিক কর্মীরা এই প্রতিবাদ জানান।
নারী অধিকার উপকমিটি ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ-এর যৌথ উদ্যোগে এতে অংশ নেয় ‘উদ্ভাস’ আবৃত্তি সংগঠন এবং আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন ‘মাত্রা’র সাংস্কৃতিক কর্মীরা।
এ সময় বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও মন্দিরে আগুন দেয়ায় তীব্র প্রতিবাদ জানান শিল্পীরা। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply