আতিকুর রহমান আজাদ,ডাসার থেকেঃ
মাদারীপুরের ডাসারে বড় ভাই মোঃ জাকির মোল্লা(৪০)ও বড় ভাবী মোসাঃ লাকি বেগম(৩০) কে কুঁপিয়ে হত্যার চেষ্টা দায়ে ছোট ভাই মোঃ মামুন মোল্লাসহ চার জনের নাম উল্লেখ করে থানা মামলা হয়েছে।আর এঘটনায় মামুনের শ্বশুর সরোয়ার ঘরামী নামে এক আসামীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বেলা ১১ টার দিকে
ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঙ্গুগিয়াকুল গ্রামের মোঃ আবুল কাসেম মোল্লার বাড়িতে এঘটনা ঘটে।
আহত মোঃ জাকির মোল্লা ও আসামি মোঃ মামুন মোল্লা ওই এলাকার মোঃ আবুল কাসেম মোল্লার ছেলে।
পুলিশ,এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, মোঃ আবুল কাসেম মোল্লার দুই ছেলের মধ্য নিজেদের বসত ঘর (বিল্ডিং ঘর) ভাগাভাগি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের আজ বেলা ১১ টার দিকে ছোট ছেলে মোঃ মামুন মোল্লা তার শশুর বাড়ির লোকজন নিয়ে আপন বড় ভাই ও ভাবীকে উপর হামলা করে।এসময় তাদের দা ও ছুরির কোপে মামুনের বড় ভাই ও তার স্ত্রী মারাত্মকভাবে আহত হন। পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজনের ছুটে আসলে মামুনসহ তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।
পরে দুপুরে এ ঘটনায় আবুল কাসেম মোল্লা বাদী হয়ে ডাসার থানায় ছোট ছেলে মামুন, তার শ্বশুর সরোয়ার ঘরামী,তার শ্যালক মুছা ও মামুনের স্ত্রী পাখি বেগমের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।পরে পুলিশ মামলার ১ নং আসামী সরোয়ার ঘরামী (৬০)কে গ্রেফতার করেন।
মামলার বাদী আবুল কাসেম বলেন, আমার দুই ছেলের সাথে বিল্ডিং ঘর ভাগাভাগী নিয়ে অনেক দিন যাবত বিরোধ চলে আসছে। আমার ছোট ছেলে,ছেলের বউ আখি বেগম সকালে ফোন করে তার বাবা ও ভাইকে ডেকে এনে আমার বড় ছেলে জাকির ও ছেলের বউ লাকিকে হত্যা করার জন্য দা ও ছুরি দিয়ে কুঁপিয়েছে।
তিনি আরো বলেন,গত কাল রাঁতে আমার স্ত্রী (মামুনের মা) কে ও মামুন গলা চেঁপে ধরে। তাই ন্যায় বিচারের জন্য ছেলে ও ছেলের শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা দিয়েছি।
এ ব্যাপারে মামলার দায়ীত্বে থাকা
ডাসার থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের ও তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তার পিতা নিজেই ডাসার থানায় এসে একটি মামলা দায়ের করেন। আমরা দায়ের কৃত মামলার ১নং আসামী মোঃ সরোয়ার ঘরামীকে বিকেলে গ্রেফতার করি।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply