শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর থানায় উদ্ধারকৃত মৃত বৃদ্ধের পরিচয় অবশেষে পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম মো.ওয়ারেছ আলী।সে খাগড়াছড়ি জেলার মানিকছড়ির ওসমান পল্লী এলাকার মৃত ওমর আলীর ছেলে।
শিবচর থানা সুত্রে জানা গেছে,ফেনী থেকে বরিশাল যাওয়ার সময় রোহান পরিবহনের একটি বাস পদ্মাসেতু পার হলে
পয়ষট্টি বছর বয়স্ক ওই যাত্রী অসুস্থ্য হয়ে পরে। বাসের যাত্রীরা তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়ার পথে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে তার মৃত্যু। এসময় ওই বৃদ্ধর সাথে তার স্বজনদের কেউ ছিলেন না। বাসের যাত্রীরা তাকে হাসপাতালে নিয়ে আসে এবং ঢাকায় নেয়ারও চেষ্টা করেন। তবে পথিমধ্যে তার মৃত্যু হলে রোহান পরিবহন নামের ওই বাসের চালক ৯৯৯ এ ফোন দিলে শিবচর থানা পুলিশ এসে বৃদ্ধার লাশ পুলিশ হেফাজতে নেয়। ওই বৃদ্ধর নিকট কোন মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র না থাকায় অজ্ঞাত নামা হিসেবে শিবচর থানা পুলিশের হেফাজতে মরদেহ রাখা হয়।
শিবচর থানা পুলিশ জানায়, শিবচর থানা পুলিশ অজ্ঞাতনামা হিসেবে তার মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে সিআইডি ফরিদপুর টিমের সাথে যোগাযোগ করা হলে তাদের একটি দল শিবচর থানায় এসে মৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।
জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার নাম মো.ওয়ারেছ আলি(৬৫), পিতা ওমর আলী এবং মাতা কদবানু বেগম। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ওসমান পল্লী এলাকার বাসিন্দা তিনি। পরে যোগাযোগ করা হলে শুক্রবার রাতে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে শিবচর থানা পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আনোয়ার হোসেন জানান,’আমরা জেনেছি বৃদ্ধ অসুস্থ্য হয়ে পরলে ওই রাতে বাসের যাত্রীরা তাকে হাসপাতালে নিয়ে আসে এবং ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতিও নেয়। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আমরা অবশেষে তার পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।’
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply