শিবচরনিউজ২৪ ডেস্কঃ
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান করোনা জয় করেছেন।
সোমবার (২৯ জুন) তাঁর দ্বিতীয় ফলোআপ টেস্টে করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। তিনি এখন পুরোপুরি সুস্থ। আগামী ২/৩ দিনের মধ্যই তিনি অফিস করবেন বলে শিবচরনিউজ২৪ কে জানান
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সামাজিক যোগাযোগের মাধ্যমে জানান, আল্লাহর অশেষ রহমতে আমি করোনা জয় করতে পেরেছি। গত ১৭ মে থেকে নিজ সরকারি বাংলোয় হোম কোয়ারেন্টিনে ছিলাম। মহান আল্লাহতায়ালা,জাতীয় সংসদের চীফ হুইপ,পরিবার, আত্মীয় স্বজন ও শিবচরবাসীর বাসীর দোয়া আর ভালোবাসায় আল্লাহ আমাকে করোনা থেকে মুক্ত করেছেন। যারা আমার জন্য দোয়া করেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ।
উল্লেখ্য গত ১৭ মে করোনা টেস্ট পজিটিভ হন।
Leave a Reply