মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ৭২৬ বোতল ফেনসিডিলসহ মোঃ সাগর (২২) নামে ১ মাদক ব্যবসায়ী আটক করেছে শিবচর থানা পুলিশ।
শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের শিবচর উপজেলা দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারস্থ ফ্লাইওভারের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাগর মুন্সিগঞ্জের সিরাজদীখান পৌরসভার সেন্টু মিয়ার ছেলে।এসময় ৭২৬ বোতল ফেনসিডিলসহ একটি পিকআপ আটক করা হয়।শিবচর থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ রবিউল ইসলাম (বিকেল সাড়ে ৪ টার দিকে) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোরে গোপনসংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনা থেকে শিবচরের বাংলাবাজার ঘাট পার হয়ে একটি মাদকের চালান মুন্সিগঞ্জের সিরাজদিখান যাবে।এসময় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্ব পুলিশের একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।এসময় ঢাকা মেট্রো ন- ২১-০৩৮৬ গাড়িতে অভিযান চালিয়ে ৭২৬ বোতল ফেনসিডিলসহ গাড়ির চালক সাগরকে আটক করে।তবে গাড়িতে থাকা আরো এক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন আরো বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।এসময় উপস্থিত জনতার সামনে সাগর নামে গাড়ির চালকের দেখানো মতে তার সীটের পিছনে থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করি।এব্যাপারে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। “
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply