আবু সালেহ রওসাদ,স্টাফ করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪
মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর-শিবচর আঞ্চলিক সড়কে এক সড়ক দূর্ঘটনায় হারুন মোড়ল (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয় ১০ টার দিকে উপজেলার পাচ্চর উচ্চবিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হারুন উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের খালেক মোড়লের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, পাচ্চর- শিবচর সড়কের পাচ্চর উচ্চবিদ্যালয়ের সামনে পিছন থেকে আসা একটি মাটি টানার ড্রাম ট্রাক মোটরসাইকেল আরোহী হারুন মোড়লকে পিছন থেকে ধাক্কা মারলে সে ট্রাকটির নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্য হয় ।
খবর পেয়ে শিবচর থানার উপ পরিদর্শক তাপসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি মাটি টানার ড্রাম ট্রাক এক মোটরসাইকেল আরহী হারুন মোড়ল কে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্য হওয়ার খবর আমরা পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply