শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরের সন্যাসিরচর এলাকায় ৭ বছরের শিশুকে র্ধষনের ঘটনায় ধর্ষক ছাব্বির শেখকে আটক করেছে শিবচর থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম সোমবার রাত ২টার সময় ধর্ষক সাব্বির শেখকে আটক করা হয়।
পুলিশ জানায়, শিবচরের পূর্বসন্ন্যাসির চর আদু খার কান্দি এলাকার হাবিবুর শেখের ছেলে ছাব্বির শেখ গত শুক্রবার সন্ধায় ইফতারের পর শিশুটিকে ফুসলিয়ে ধর্ষক সাব্বির তার ঘরে নিয়ে যায়। এরপর দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষন করে। পরে শিশুটির রক্তক্ষরন শুরু হলে বাড়ি পাঠিয়ে দেয়। যৌনাঙ্গে রক্তক্ষরন দেখে শিশুটি মা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় যৌনাঙ্গে রক্তক্ষরনে গুরুতর অবস্থায় শিশুটিকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরন করা চিকিৎসক। গতকাল রাত ২টার সময় অভিযান চালিয়ে ওই ধর্ষককে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন জানান, সাত বছরের শিশু ধষর্নের ঘটনায় তার পরিবার মামলা দায়ের করার পর থেকে আসামীকে ধরতে পুলিশ কাজ শুরু করে। গতকাল রাত ২টার সময় সুকৌশলে আমরা ধর্ষক সাব্বির শেখকে আটক করি।
Leave a Reply