শিবচরনিউজ২৪ ডেস্কঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন– স্বাধীনতা। সেই স্বাধীনতার আজ ৪৯ বছর।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টায় শিবচর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন একযোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান সামাসুদ্দিন খান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের অন্যান্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্প্রতি সরকার করোনাভাইরাসের কারণে খুবই সীমিত পরিসরে, সীমিত পরিসরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা হব বলে ঘোষনা দেন।
বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা মহামারির কথা উল্লেখ করে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।এছাড়াও জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠানের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
Leave a Reply