শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবচরে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালেয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় আলোচনা সভা ও ৬ জন দুস্থ মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়।
শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়েরম্যান ফাহিমা আক্তার।
এর আগে শিবচরে শেখফজিলাতুননেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ,উপজেলা মহিলা লীগ ও শেখফজিলাতুননেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ পুষ্পমাল্য অর্পন করেন।
শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল লতিফ মোল্যা,
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
Leave a Reply