শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে একটি বাজার পাহাড়া দেয়ার সময় একটি গ্রীলের দোকানের নির্মানাধীন লোহার দরজা শরীরের উপর পড়লে কাদির হাওলাদার(৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
শুক্রবার(২ আগস্ট) দিনগত ভোররাতের দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বেইলীব্রীজ বাজারে দূর্ঘটনাটি ঘটে।
নিহত কাদির হাওলাদার ওই ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তিনি বেইলীব্রীজ বাজারের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, প্রতিদিনের মতো গতরাতেও বাজার পাহাড়া দিচ্ছেলেন কাদির হাওলাদার। রাত থেকে ভোর পর্যন্ত বাজারের বিভিন্ন গলিতে থাকা দোকানঘর ঘুরে দেখেন তিনি। ভোর রাতে বৃষ্টির সময় তিনি বাজারের রাসেল মিয়ার গ্রীল-ওয়ার্কশপের দোকানের সামনে গিয়ে দাঁড়ান। দোকানটির টিনের বেড়ার সাথে এতটি ভারী লোহার দরজা রাখা ছিল। ধারনা করা হচ্ছে দরজাটি দেখার সময় বা হাত দিয়ে ধরার পরে কোন ভাবে তার শরীর উপর পড়ে যায়। প্রায় ৩শত ২৫ কেজি ওজনের দরজাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাদবরেরচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মুন্সী জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। খুবই দুঃখজনক ঘটনা। তিনি খুব বিশ্বস্ত ও ভালো লোক ছিলেন।’
শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আল আমিন জানান,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনি প্রক্রীয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Leave a Reply