ডেস্ক রিপোর্টঃ
বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষায় শিক্ষিত আগ্রহী বেকার যুবক/যুবমহিলাদের জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি কর্মসূচি। এ কর্মসূচি অংশ হিসেবে ২০২০-২০২১অর্থ বছরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার আবেদনকারীদের মৌখিক পরিক্ষার তারিখ ঘোষনা করা হয়েছে।
সংস্লিষ্ট সুত্রে জানা যায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অনুমোদিত নীতিমালা অনুযায়ী শিক্ষিত বেকার যুবক/যুবমহিলাদের দশটি সুনির্দিষ্ট মডিউলে তিন মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ প্রদানের পর জাতি গঠনমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ১০০/- টাকা হারে প্রশিক্ষণ ভাতা এবং প্রশিক্ষণোত্তর অস্থায়ী কর্মসংস্থানে নিয়োজিত হওয়ার পর দৈনিক ২০০/- টাকা হারে কর্মভাতা প্রদান করা হবে। কর্মভাতা হতে প্রত্যেকে মাস শেষে ৪০০০ টাকা নগদ পাবে এবং অবশিষ্ট ২০০০ টাকা সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে জমা থাকে যা অস্থায়ী কর্মের মেয়াদ পূর্তিতে ফেরত প্রদান করা হবে।
সুত্রটি আরো জানান, অস্থায়ী কর্মসংস্থান উপজেলা প্রশাসন, আইন শৃংখলা রক্ষা, স্কুল, কলেজ, মাদরাসা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ও বিভিন্ন সেবামূলক সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে সৃষ্টি করা হয়েছে। কর্মসূচির প্রশিক্ষণ ও অস্থায়ী সংযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন যুবক/যুবমহিলা কর্ম-সমাপনান্তে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সক্ষম হবেন।
এরই প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে শিবচর উপজেলায় মোট ৯৯৩ আবেদন জমা হয়।তবে যাচাই বাচাইয়ের মাধ্যমে ৮৬৪ জন আবেদনকারী মৌখিক পরিক্ষার জন্য বিবেচিত হন।আগামী ১২ থেকে ১৭ জানুয়ারী ২০২১ ইং তারিখ সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপরে উল্লেক্ষিত ইউনিয়ন সমূহের আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, এনআইডি ও অন্যান্ন কাগজপত্রের মূলকপিসহ শিবচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য বলা হয়েছে।
Leave a Reply