শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
শিবচরে একটি কওমী মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিমখানা থেকে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধীর (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে ।
রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে তার মরদেহ উদ্ধার করে শিবচর থানায় আনা হয়।
শনিবার দিবাগত রাত ১০ টা থেকে রবিবার ভোর ৬ টার মধ্য উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দের চর দারুল কুরআন কওমী মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিমখানার নতুন নির্মাধীন টিনসেট ঘরে তার মৃত্যু হয়।শিবচর থানার উপপরিদর্শক (সেকেন্ড দারগা) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় এক মাস পূর্বে প্রতিবন্ধি লোকটি চান্দ্রেরচর বাজার এলাকায় ঘোরাফেরা করতো এবং মাঝে মধ্যে চান্দের চর দারুল কুরআন কওমী মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিমখানার নতুন নির্মাধীন টিনসেট ঘরে থাকতো। গত ১৭ ফেব্রুয়ারী সে অসুস্থ্য হয়ে পড়লে ওই মাদ্রাসার মহতামিম হাফেজ হাবিবুর রহমান ওই ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে সে কিছুটা সুস্থ্য হলে গত ১৮ ফেব্রয়ারী তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দিলে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মাদ্রাসায় নিয়ে আসেন।গতকাল (শনিবার) দিবাগত রাত অনুমানিক ১০ টার দিকে ওই মাদ্রাসার ছাত্ররা ওই ব্যক্তিকে ঔষুধ খাওয়ায়ে রেখে আসে। আজ ভোর অনুমান ৬ টার দিকে মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ এনামুল হাসান ওই নির্মাধীন টিনসেট ঘরে থাকা চকির উপর তার মৃতদেহ দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জানালে পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবচর থানার উপপরিদর্শক (সেকেন্ড দারগা) রবিউল ইসলাম বলেন,”পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে মরদেহটি শিবচর থানায় রয়েছে। কিছুক্ষনের মধ্য ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply