শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর শিবচরে রবি ২০২২-২৩ মৌসুমে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ এর আওতায় শীত কালীন টমেটোর বাম্পার ফলন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারের গ্রামে স্থানীয় প্রায় দুই শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী উকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
এলাকায় কৃষক ফারুক হোসেন ও মোস্তাফিজুর রহমান সাহেব ফকির বলেন,”এবছর তারা দুইজনের যৌথ প্রচেষ্টায় দুই বিঘা জমিতে টমেটোর আবাদ হয়।এতে তাদের খরচ বাদে প্রায় ১ লক্ষ্য টাকা আয় হবে” বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জানান,”টমেটো একটি উচ্চ ফলনশীল ও লাভজনক সবজি।উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও কারিগরি প্রশিক্ষেনের মাধ্যমে হাইব্রিড বাহুবলী টমেটো চাষাবাদ অন্যান্য ফসলের চেয়ে খুবই লাভজনক।”
এসময় শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন এলাকার জন প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply