শিবচরর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে আতব আলী বেপারী নামে এক ভ্যান চালকের বাড়ি একটি ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা।এঘটনায় ভুক্তভোগী শিবচর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী আতব আলী বেপারী উপজেলার কাদিরপুর ইউনিয়নের শোনামিয়া মাদবরকান্দি এলাকার মৃত আ: রকমান বেপারীর ছেলে।
অন্যদিকে অভিযুকরা হলে একই এলাকার মৃত গিয়াস উদ্দিন বেপারীর ছেলে আঃ আলিম বেপারী (৫৫), মৃত শামসুদ্দিন বেপারীর ছেলে বাশার বেপারী (৫৭), বাশার বেপারী ছেলে সাইম বেপারী (২৫)।
অভিযোগ ও ভুক্তভোগী জানান, বিবাদীদের সাথে দীর্ঘদিন যাবত তার সাথে জমি সংক্রান্ত বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসতেছিল।এই নিয়ে মাদারীপুর আদালতে মামলাও চলে আসছে।গত কয়েকদিন আগে আদালত থেকে আতব আলী বেপারী তার পক্ষে রায় পান।কিন্তু বিবাদী এলাকার প্রভাবশালী হওয়ায় উক্ত রায় নামানিয়া গত ৮ নভেম্বর দুপুরে আতব আলী বেপারীর বাড়িতে গিয়ে তাকে এলোপাথারী কিল ঘুষি মারিয়া ও বাঁশের লাঠি দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে।পরে বিবাদীগন তার বাড়ির দোচালা টিনের একটি বসত ঘর সম্পূর্ন ভাবে ভাংগিয়া ফেলে এবং পাশে থাকা লাকড়ি রাখার ঘরের বেড়া দুটাইয়া খুলে ফেলে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা তাকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলার হুমকী দিয়া চলে যায়।
এবিষয়ে মুঠোফোনে বাসার বেপারী বলেন,”সে আমার চাচাতো ভাই হয়।১৯৯৩ সালে এই জমি আমরা কিনি।আদালতে মামলা চলমান সময়ে আমরা ১ টি তারিখে যেতে পারিনি।আদালত ওর পক্ষে রায় দিয়েছেন। আমরা দয়া করে তাকে থাকতে দিয়েছিলাম। আর থাকতে দিবো না।ওকে আবার ঢাকা পাঠিয়ে দিবো।”
আতব আলী বেপারী বলেন, “তারা আমাকে মেরে বাড়ির টিনের ঘর ভেঙ্গে দিয়ছে।আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমাকে বাড়ি থেকে নাকি উচ্ছেদ করে দিবে।আমার পক্ষে আদালত রায় দিয়েছে।আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও থানায় অভিযোগ দিয়েছি।তারপর তারা আমার বাড়ি এসে হুমকি দিয়ে যাচ্ছে। আমি আতঙ্কিত। ”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,অভিযোগ পেয়েছি। জমিজমা সংক্রান্ত বিরোধ। দুপক্ষকে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তাদের বিষয়টি সমাধান করতে বলেছি।
Leave a Reply