মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে দুই দোকানে মোট ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি দোকানে ১ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, বিএসটিআই এর অনুমোদন না থাকা, ক্ষতিকর র ব্যবহার এবং ভিন্ন মোড়ক ব্যবহার করায় শিবচরের চান্দেরচর বাজারের মধু আইসক্রিম ফ্যাক্টরীর মালিক সেলিম আকনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে পন্যে মোড়ক ব্যবহার না করায় পৌর এলাকার একটি অর্গানিক পন্যের দোকানিকে ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান,’আইসক্রিমের ফ্যাক্টরিতে পন্য উৎপাদনে কোন লাইসেন্স ছিল না। তাছাড়া ক্ষতিকর রঙ ও ভিন্ন মোড়ক ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহদ থাকবে।’
এসময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
Leave a Reply