শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে ২০২৩- ২০২৪ অর্থ বছরের সর্বশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পূনর্বাসন কমিটির আয়োজনে এ বীজ ও রাসায়নিক স্যার বিতরন করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা: মো: সেলিম মিয়া।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা।
শিবচর উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, শিবচর উপজেলার ১৮ টি ইউনিয়নের ১৫৫০ জন কৃষকের মাঝে ৭৭৫০ কেজি উফশী আমন বীজ এবং ৩১ টন ডিএপি ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকেরা উপস্থিত ছিলেন।
Leave a Reply