শিবচরনিউজ২৪ ডেস্কঃ
“মহামারী কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যর অধিকার নিশ্চিত করি” এই শ্লোগানকে সামনে রেখে শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।
শনিবার(১১ জুলাই) সকালে স্থানীয় ইলিয়াছ আহম্মেদ চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দ্বিতীয়খন্ড ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ গোলজার হোসেনের সঞ্চালনায় ও শিবচর উপজেলা পরিবার পরিবার কর্মকর্তা সত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও শিবচর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ।
এসময় আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Leave a Reply