শিবচর প্রতিনিধি:
১৬ ডিসেম্বর বিজয় দিবস ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছেন শিবচর উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামীলীগসহ নানা শ্রেনী পেশার মানুষ।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) সকালে শিবচর ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।যা এখন চলমান।
সকাল সাড়ে ৮ টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করে। পরে একটি আনন্দ র্যালী বের হয়ে স্থানীয় হাতির বাগান মাঠে গিয়ে শেষ হয়।সেখানে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে অংশ নেয়। এসময় উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন। পরে দুপুরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা,
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান,শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান,
শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার),উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মিরাজ হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়।
এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্ন প্রতিষ্ঠানও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছেন ।এছাড়াও মসজিদ-মন্দিরে উন্নতমানের খাবার বিতরণ, দোয়া ও মিলাদেরও আয়োজন করা হয়।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply