শেখপুর ব্যুরো,শিবচরনিউজ২৪
শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে নিখোঁজ ট্রলার চালক রফিক (৩৮) এর মরদেহ ৬ ঘন্টা পরে উদ্বার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শিবচরের শেখপুর বাজার সংলগ্ন বিলপদ্মা নদী থেকে উদ্বার করা হয়।
নিহত রফিক শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর এলাকার মরন মোড়লের ছেলে।
শিবচর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে রফিকসহ আরও কয়েকজন লোক তাদের নিজ এলাকা থেকে পাটকাঠি ক্রয় করে একটি ইঞ্জিন চালিত ট্রলারে শেখপুরের উদ্দেশে রওনা হয়। শেখপুর বাজারে ওই পাটকাঠিগুলো বিক্রি করার কথা ছিল তাদের। কিন্তু পথিমধ্যে ওই এলাকায় নদীর উপর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে পানিতে পড়ে যান রফিক। এ সময় স্থানীয় লোকজন খবর পেয়ে ছুটে আসে এবং শিবচর ফায়ার সার্ভিস ও শিবচর থানা পুলিশকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়েও রফিকের সন্ধান পায়নি।
পরে শিবচর উপজেলার বড়দোয়ালী এলাকার ডুবরী জাহাঙ্গীর আল শিকদারের নেতৃত্বে একদল ডুবরী, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রায় তিন ঘন্টা চেষ্টা করে তার মরদেহ উদ্বার করে।
পরে শিবচর থানা পুলিশের উপ পরিদর্শক কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ময়নাতদন্তের জন্য মরদেহটি গ্রহন করেন।
শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান,ঘটনাটি শোনার পরে তারা এসে উদ্বার তৎপরতা শুরু করেন।তবে তাদের ডুবরী না থাকায় স্থানীয় ডুবরীর সাহায্যে রফিকের মরদেহটি উদ্বার করা হয়েছে।
Leave a Reply