শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হিরু মাতু্ব্বর নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ করেছে নিহতের স্বজনেরা। বুধবার(১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সূর্য্যনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় দোষীদের ফাঁসির দাবীতে স্লোগান দেন মিছিলকারীরা।
জানা গেছে, উপজেলার দত্তপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির নেতা মালেক মোল্লার সঙ্গে টুকু ফরাজির বিরোধ চলে আসছিল। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ফরাজি গোষ্ঠী স্থানীয় আরেক বিএনপি নেতা মো.শাহাদাত হোসেনকে সমর্থন দেন। এদিকে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত রোববার(১০ নভেম্বর) রাতে এই দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয় পক্ষের লোকজন ফের সোমবার(১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে দেশি অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিয়ে আবার সংঘর্ষে জড়ান। এতে আহত হন উভয় পক্ষের অন্তত ছয়জন। এ সময় মালেক মোল্লার অনুসারী হিরু মাতুব্বর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাঁকে একা পেয়ে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হিরুকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতের বাবা এসকান্দার মাতুব্বর বাদী হয়ে সোমবার রাতে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটকও করেছে। তবে নিহতের স্বজনেরা জানান, ‘হত্যার সাথে জড়িত মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।
নিহতের স্বজনরা হিরু মাতুব্বরের হত্যাকারীদের ফাঁসির দাবীতে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেন।
নিহতের বাবা এসকান্দার মাতুব্বর বলেন,’আমার পোলার হত্যাকারীদের ফাঁসি চাই। গ্রাম্য দলাদলির বলি হয়েছে আমার ছেলে। যারা আমার পোলারে খুন করছে, ওদের বিচার চাই। ওদের যেন ফাঁসি হয়।’
Leave a Reply