ডেস্ক রিপোর্টঃ
মাদারীপুরের শিবচরে জাম্বুরা খাওয়ানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আকমাল মাদবর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকমাল উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ার চর গ্রামের ধলু মাদবরের ছেলে।ঘটনার পর থেকেই আকমাল পলাতক ছিলেন।
শিবচর থানা পুলিশ সুত্রে জানা যায়, দেড় মাস আগে জাম্বুরা খাওয়ানোর কথা বলে বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ার চর গ্রামের ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান আকমাল। এ ঘটনায় ৮ মার্চ তার বিরুদ্ধে থানায় মামলা করেন এক শিশুর মা।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকমালকে গ্রেফতার করা হয়েছে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply